প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:18 PM
আপডেট: Wed, Jul 2, 2025 2:44 AM

বিয়েতে বুলডোজার উপহার পেলেন বর

এ্যানি আক্তার: সাধারণত বিয়েতে কনেপক্ষ থেকে বরকে গাড়ি, বাইক কিংবা স্বর্ণের বিভিন্ন বস্তু উপহার দেওয়া হয়। তবে এবার বরকে বাইক কিংবা গাড়ি নয়, বরং বুলডোজার উপহার দিয়েছে এক পরিবার। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হামিরপুর গ্রামে। আনন্দবাজার

উত্তর প্রদেশের হামিরপুরের বাসিন্দা যোগেন্দ্র প্রজাপতি। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। তার বিয়েতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছেন বেলুন ও ফুল দিয়ে সাজানো বুলডোজার। আর এমন অভিনব উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যোগেন্দ্র।  যোগেন্দ্র বলেন, ‘আমার শ্বশুর আমাকে বুলডোজার উপহার দিয়েছেন, কারণ এটা কাজে লাগবে। এর সাহায্যে কর্মসংস্থান হবে। তবে গাড়ি দিলে তা হতো না।’ যোগেন্দ্রের শ্বশুর জানিয়েছেন, বুলডোজারের সাহায্যে তার মেয়ে টাকা রোজগার করতে পারবেন।

যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এ রাজ্যে বুলডোজার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সরকার ক্ষমতা গ্রহণের পর বুলডোজারের সাহায্যে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। এ ছাড়া চলতি বছরে সাহারানপুর ও কানপুরে সহিংসতার ঘটনায় অভিযুক্তদের সম্পত্তিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে এ রাজ্যে বরকে বুলডোজার উপহার দেওয়ার ঘটনা আলাদা মাত্রা যোগ করেছে। সম্পাদনা: খালিদ আহমেদ